Thank you for trying Sticky AMP!!

তাপমাত্রা কমছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে

ফাইল ছবি

দেশ বিভিন্ন স্থানে বেশ কিছু দিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর মাঝে মাঝে হওয়া বৃষ্টির কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে। তাপমাত্রা কমার সেই প্রবণতা অব্যাহত আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে তাপমাত্রা কমছে। দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।


পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।