Thank you for trying Sticky AMP!!

তিন বিমানবন্দরে করোনা পরীক্ষার ব্যবস্থা রাখার দাবি

জাতীয় সংসদ ভবন

বিদেশগামী যাত্রীদের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন সরকারদলীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ। আজ শুক্রবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

মোছলেম উদ্দিন বলেন, যাঁরা এখন বিদেশে যাচ্ছেন, তাঁদের করোনার পরীক্ষা করে যেতে হয়। কিন্তু পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ার কারণে অনেকেই ভোগান্তির শিকার হচ্ছেন। যাত্রার ছয় ঘণ্টা আগে পরীক্ষার ফলাফল জমা দিতে হয়।

এই ভোগান্তি থেকে রক্ষা করতে তিনি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রাখার দাবি জানান।