Thank you for trying Sticky AMP!!

নিজের কারাবাসের আবেদন এক মাদকাসক্তের

দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা জুয়েল হোসেন রাজু(২৮)। ছাড়তে চেয়েও পারেননি। তাই এবার ভ্রাম্যমাণ আদালতে হাজির হয়ে নিজের কারাবাসের আবেদন করেছেন। রাজুর আবেদনের ভিত্তিতে আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

দণ্ড পাওয়া রাজু উপজেলার বনপাড়া পৌরশহরের পাঠানপাড়া এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ বলেন, ভ্রাম্যমাণ আদালতের সামনে রাজুকে তাঁর স্ত্রী শিরিন সুলতানা হাজির করেন। এ সময় রাজু মাদকের আসক্তি থেকে বের হয়ে আসতে হাকিমের কাছে দীর্ঘ মেয়াদে নিজের কারাদণ্ড দাবি করেন। রাজুর দাবি ও তাঁর স্ত্রীর সাক্ষীর ভিত্তিতে আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে দণ্ডের আদেশ দেওয়া হয়।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক নাজমুল হক বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক সেবন করে আসছিলেন। এতে পরিবারে অর্থনৈতিক ক্ষতি ও অশান্তি বিরাজ করছিল। তাই বাধ্য হয়ে শিরিন তাঁর স্বামীকে নিয়ে ইউএনওর কার্যালয়ে আসেন। এ সময় দুজনের সাক্ষ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত জুয়েলকে তিন মাসের কারাদণ্ড দেন।