Thank you for trying Sticky AMP!!

নির্বাচনের পোস্টার সরানো শুরু

>একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার দুই দিন পরও রাজধানীর সড়ক ও অলিগলি থেকে সরানো হয়নি নির্বাচনী পোস্টার। এতে করে সৌন্দর্য হারাচ্ছে নগর। এদিকে বুধবার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার সরানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি নিজ হাতে ঢাকা-৬ আসনের নবনির্বাচিত সাংসদ কাজী ফিরোজ রশীদের নির্বাচনী পোস্টার অপসারণ করে কর্মসূচির উদ্বোধন করেন। ছবিগুলো বুধবারের।
পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরান ঢাকার হোসনি দালান রোড।
কাকরাইল এলাকার চিত্র। আজই এসব পোস্টার সরিয়ে ফেলার কথা।
নয়াপল্টন এলাকায় মির্জা আব্বাসের পোস্টার।
উড়ছে সড়ক বিভাজকে ঝোলানো পোস্টারগুলো। বিজয় নগর এলাকা।
পান্থপথ এলাকার চিত্র।