Thank you for trying Sticky AMP!!

পোড়াদহ মাছের মেলা

>

ইছামতী নদীর তীরে বসেছে মাছের মেলা। সে অনেক দিনের ঐতিহ্য বগুড়ার গাবতলী উপজেলার এই পোড়াদহ মাছের মেলার। মেলায় দূরের ও কাছের মানুষ আসছে। আসছে রকমারি বড় বড় মাছ। মূলত, গ্রামীণ জীবনে মেয়েজামাইকে নদীর টাটকা মাছের স্বাদ দিতেই মেলার এই আয়োজন। সবার নজর কেড়েছে ৭২ কেজি ওজনের বাগাড় মাছ। বিক্রির জন্য নিয়ে এসেছেন মহিষাবান গ্রামের বিপ্লব মিয়া। কেজিপ্রতি দাম হাঁকাচ্ছেন ১ হাজার ৮০০ টাকা। এসব নিয়েই এই ছবির গল্প।

মেলায় নিয়ে যাওয়া হচ্ছে বড় মাছ। গাবতলীর মহিষাবান ইউনিয়নের গোলাবাড়ি বন্দরে ইছামতী নদীর তীরে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবারে বসে এই মেলা
বড়সড় কাতলা মাছ
বড় আকারের বাগাড় মাছ। মেলায় ইছামতী, বাঙ্গালী ও যমুনা নদীর মাছ ওঠে
আরেকটি বড় কাতলা
ক্রেতার জন্য সাজানো নানা রকম টাটকা মাছ
বোয়াল, আইড়, কাতলাসহ নানা রকম মাছ
বাগাড়ের পসরা
মেলা যেন সব মানুষের মিলনমেলা