Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের (আইসিটি) মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন।

শিক্ষক মাইদুলের আইনজীবী ভুলন ভৌমিক বলেন, উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন মাইদুল ইসলাম । সেই জামিন আদেশ অনুসারে আজ সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ২৪ জুলাই বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ইফতেখার উদ্দিন আয়াজ আইসিটি আইনে হাটহাজারি থানায় মাইদুল ইসলামের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

কোটা আন্দোলনকারীদের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়ায় মাইদুল ইসলামের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অপর এক শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগ।

পরে ক্যাম্পাস ছেড়ে নিরাপত্তা চেয়ে প্রক্টরের কাছে আবেদন জানিয়েছেন শিক্ষক মাইদুল ইসলাম।