Thank you for trying Sticky AMP!!

প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসায় অ্যাঞ্জেলিনা জোলি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

রোহিঙ্গা সমস্যায় উদারতা দেখানোর পাশাপাশি নেতৃত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের প্রশংসা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি দিয়েছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

চিঠিতে অ্যাঞ্জেলিনা জোলি উল্লেখ করেছেন, টেকসই উপায়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি জরুরি। এ জন্য মিয়ানমারের সঙ্গে যুক্ত থাকার বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।

অ্যাঞ্জেলিনা জোলি গত বছরের ফেব্রুয়ারিতে কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন।