ফরিদপুরে ৪ র্যাব সদস্যসহ ৪৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় চার র‌্যাব সদস্যসহ আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৯৯ জন।


গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।


ফরিদপুরে নতুন করে যে ৪৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ১৫ জন, সালথায় ৭ জন, সদরপুর ও বোয়ালমারীতে ৬ জন করে, ভাঙ্গা, আলফাডাঙ্গা ও মধুখালীতে ৩ জন করে এবং নগরকান্দায় একজন। নতুন শনাক্তদের মধ্যে ফরিদপুর র‌্যাব–৮–এর চার সদস্য আছেন। এ ছাড়া এক র‍্যাব সদস্যের স্ত্রীরও করোনা পজেটিভ এসেছে।


গতকাল পর্যন্ত ফরিদপুরে মোট শনাক্ত ৫৯৯ জনের মধ্যে ফরিদপুর সদরে ১৪৯ জন, ভাঙ্গায় ১৪২ জন, বোয়ালমারীতে ৯০ জন, চরভদ্রাসনে ৪৮ জন, নগরকান্দায় ৪৫ জন, আলফাডাঙ্গায় ৩৮ জন, সদরপুরে ৪৪ জন, সালথায় ২৪ জন ও মধুখালীতে ১৯ জন।


ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন যে ৪৪ জন শনাক্ত হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি লকডাউন করা হয়েছে।


ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, শনাক্তদের আপাতত বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে স্থানান্তর করা হবে।