বাংলাদেশ লেখক ঐক্যের মানববন্ধন

ফাহমিদুল হকের বিরুদ্ধে ৫৭ ধারার মামলা প্রত্যাহারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে তথ্য ও যোগযোগপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ লেখক ঐক্য৷ একই সঙ্গে তারা ‘দমনমূলক’ এই আইন বাতিল করার দাবিও জানায়।
গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। কাল রোববার একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আরেকটি মানববন্ধনের আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের একটি অংশ।
গতকালের মানববন্ধনে বাংলাদেশ লেখক ঐক্যের সভাপতি রাখাল রাহা বলেন, ‘৫৭ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক৷ সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এ ধারা বাতিলের কথা বলা হয়েছে৷ কিন্তু এর বাস্তবায়ন পরিলক্ষিত হচ্ছে না৷ ফাহমিদুল হক একজন সৎ ও প্রতিবাদী শিক্ষক৷ তাঁর বিরুদ্ধে করা এ মামলা প্রত্যাহার ও দমনমূলক এই আইন প্রত্যাহার করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন বলেন, লেখক, শিক্ষক ও সাংবাদিকদের খেপিয়ে কেউ পার পাবে না৷ এই মামলা প্রত্যাহার করা না হলে মামলার বাদীকে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে৷ মানববন্ধনে লেখক, কবি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী ও বেসরকারি উন্নয়নকর্মীরা অংশ নেন।
গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হকের বিরুদ্ধে মামলা করেন একই বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ। এর তিন দিন আগেই তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছিলেন এই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রগুলো বলছে, বিভাগের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশের বিলম্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ‘ক্লোজড গ্রুপে’ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় অংশ নেন ফাহমিদুল হক। শাহবাগ থানায় দায়ের করা মামলায় অধ্যাপক আবুল মনসুর আহাম্মদ অভিযোগ করেছেন, সেখানে করা মন্তব্যে ফাহমিদুল হক তাঁর (মনসুর) বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য রেখেছেন।