সীতাকুণ্ডে বিস্ফোরণ

ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু

সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে
 প্রথম আলো ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের আরও এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ওই ফায়ার সার্ভিস কর্মীর নাম গাউসুল আজম। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।

নয়জন অগ্নিনির্বাপককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে

বিএম ডিপোতে উদ্ধারকাজ চালাতে গিয়ে এ নিয়ে ফায়ার সার্ভিসের ১০ কর্মীর মৃত্যু হলো। এর আগে নয়জন ফায়ারফাইটারের মৃতদেহ পাওয়া গেছে।

গাউসুল আজম ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন।

গত শনিবার রাতে বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ৬১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।