Thank you for trying Sticky AMP!!

ফেনসিডিলসহ গ্রেপ্তার কৃষক লীগ নেতা কারাগারে

হাতকড়া

রাজধানীর আগারগাঁওয়ে ফেনসিডিলসহ গ্রেপ্তার কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির নেতা শামসুদ্দিন আল আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।

শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বুধবার রাতে প্রথম আলোকে বলেন, সকালে শামসুদ্দিনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে আগারগাঁওয়ের ৬০ ফুট সড়কে অভিযান চালিয়ে শামসুদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় বলে শেরেবাংলা নগর থানা–পুলিশের একজন কর্মকর্তা জানান। পরে রাতেই পুলিশ বাদী হয়ে শামসুদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

দলীয় সূত্রে জানা যায়, শামসুদ্দিন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক সম্পাদক। তিনি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্রলীগ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল।

শামসুদ্দিনের বিরুদ্ধে এর আগেও ময়মনসিংহে দুটি এবং ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

Also Read: আগারগাঁওয়ে ফেনসিডিল বিক্রির সময় গ্রেপ্তার ১