ফেনীতে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। পয়লা বৈশাখ সকালে ফেনী পিটিআই মাঠে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। মেলায় ৩০টি স্টল রয়েছে। মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী সাংসদ জাহানারা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক, ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।