বই নিয়ে ৫৫ বছর

>

রাজধানীর নিউমার্কেটে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয় বইয়ের দোকান জিনাত বুক সাপ্লাই লিমিটেড। এটি এখনো অনেক বইপ্রেমীর কেন্দ্রস্থল। বর্তমানে ইংরেজি বইয়ের অন্যতম প্রধান আমদানিকারক ও বিক্রয়কেন্দ্র জিনাত। সৈ. আ. সা. মু. ফয়সাল ৪০ বছরের বেশি সময় ধরে দোকানটি পরিচালনা করছেন। এটি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর বাবা সৈয়দ আবদুল মালেক। বিজ্ঞান, শিল্পকলা, প্রত্নতত্ত্ব, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ইতিহাস, অভিধান, দর্শন, সংগীত ইত্যাদি বিষয়ের বই পাওয়া যায় এখানে। ছবিগুলো সোমবারের।

১৯৬৩ সালে সৈয়দ আবদুল মালেক বইয়ের দোকানটি প্রতিষ্ঠা করেন।
১৯৬৩ সালে সৈয়দ আবদুল মালেক বইয়ের দোকানটি প্রতিষ্ঠা করেন।
ইংরেজি বইয়ের রাজ্য জিনাত বুক সাপ্লাই লিমিটেড।
এই প্রজন্মের বইপ্রেমীরাও প্রিয় বইটি খুঁজে নিতে ছুটে আসেন জিনাতে।
এখানে বিখ্যাত সবধরণের ইংরেজি বই পাওয়া যায়।
ছোটদের ইংরেজি বই। জিনাতে শিশুতোষ বইয়ের সংগ্রহ উল্লেখযোগ্য।