শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন। সে কারণে তিনি বিশ্বাস করেছিলেন ধর্মীয় রাজনীতি কখনো ভালো ফল বয়ে আনতে পারে না। তাই তিনি ধর্মীয় রাজনীতি বন্ধ করলেও সেখান থেকে আমরা বের হয়ে এসেছি।’
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের শিল্পকলা একাডেমিতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু–বাপু’ শীর্ষক ডিজিটাল চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মহিবুল হাসান চৌধুরী। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং মহাত্মা গান্ধীর জন্মের দেড় শ বছর উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
মহিবুল হাসান চৌধুরী বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বাংলাদেশকে ধর্মীয় অপরাজনীতির সংস্কৃতিতে ফেলতে চেয়েছিল। বিএনপির প্রতি ইঙ্গিত করে শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘আজ বাংলাদেশে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষকে দিয়ে অরাজকতা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর চেষ্টা করাচ্ছে। এ অবস্থায় আমাদের গান্ধীজি ও বঙ্গবন্ধুর দর্শন প্রচার করতে হবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতার ও চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা মোসলেম উদ্দিন সিকদার।
অনিন্দ্য ব্যানার্জি বলেন, ১৯৭১ সাল থেকে ভারত যেভাবে বাংলাদেশের পাশে রয়েছে, ভবিষ্যতেও থাকবে। বঙ্গবন্ধু ও গান্ধীজি দুজনেই মহান নেতা। বঙ্গবন্ধুর সাহস ও দৃঢ়তা বিশ্বের অনেকের কাছে দৃষ্টান্তস্বরূপ। তিনি ভারতেও শ্রদ্ধার পাত্র।