বঙ্গবন্ধু সাফারি পার্কের পশুগুলোর চিকিৎসা নিশ্চিতের সুপারিশ

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক
ফাইল ছবি

বঙ্গবন্ধু সাফারি পার্কের পশুগুলোর বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটি। জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার কমিটির বৈঠক থেকে এ সুপারিশ করা হয়।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি থেকে সাফারি পার্কে একের পর এক মরতে থাকে জেব্রা। সর্বশেষ ২৯ জানুয়ারি সকাল থেকে সন্ধ্যার মধ্যে দুটি জেব্রার মৃত্যু হয়। ১২ জানুয়ারি একটি বাঘ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে মারা যায়। খবরটি দীর্ঘদিন গোপন রেখেছিল কর্তৃপক্ষ। পরে ৩ ফেব্রুয়ারি দুপুরে পার্কটিতে একটি সিংহীর মৃত্যু হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরিবেশদূষণরোধে সাভারের চামড়া শিল্পনগরী বন্ধ রাখার সুপারিশ বাস্তবায়ন না করায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে তা বন্ধ করতে পুনরায় মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বৈধ বালুমহালের তালিকা তৈরি, বন বিভাগের জবরদখলকৃত বনভূমি দখলমুক্ত করার পরিমাণ, বনশিল্প উন্নয়ন করপোরেশনের মোট জমির পরিমাণ এবং বেদখলকৃত জমির হালনাগাদ তথ্য পরবর্তী সভায় উপস্থাপনের জন্য সুপারিশও করা হয়। এ ছাড়া বায়ুদূষণ সম্পর্কে আগাম সতর্কবার্তা মিডিয়ায় প্রচারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সভায় উপস্থিত ছিলেন সংসদীয় কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, সাংসদ নাজিম উদ্দিন আহমেদ, জাফর আলম, খোদেজা নাসরিন আক্তার হোসেন ও শাহীন চাকলাদার। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।