বরগুনার আমতলী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত একজন।
রোববার রাত আটটার দিকে পটুয়াখালীর সদর উপজেলার বসাক বাজার নামক স্থানে পটুয়াখালী-আমতলী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম জহিরুল ইসলাম (৩৫)। তিনি মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির বরগুনা জেলার কো-অর্ডিনেটর ছিলেন। তাঁর বাড়ি আমতলীর আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে।
গুরুতর আহত হয়েছেন আবদুল হালিম (৩৫)। তিনি একই কোম্পানির আমতলী ব্রাঞ্চের কো-অর্ডিনেটর। হালিমকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, জহিরুল ও হালিম দাপ্তরিক কাজে মোটরসাইকেলে করে পটুয়াখালীর এরিয়া অফিসে যাচ্ছিলেন। পথে বসাক বাজারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এতে দুজন গুরুতর আহত হন।
জহিরুল ও হালিমকে স্থানীয় লোকজন উদ্ধার করেন। তাঁদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জহিরুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
আহত হালিমের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।