Thank you for trying Sticky AMP!!

বিএনপির বর্তমান দলীয় সংগীত

.

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। হয়তো আশঙ্কা করেছিল তারা হেরে যাবে। এ পর্যন্ত দুই দফায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ঠিকই অংশ নিয়েছে দলটি। ১ মার্চ পর্যন্ত ফলাফল—
ভোট গ্রহণ হয়েছে ২১২টি উপজেলায়
বিএনপি পেয়েছে ৯৪ আসন
আওয়ামী লীগ পেয়েছে ৭৮ আসন
অতএব বিএনপি এখন কপাল চাপড়াতেই পারে! পরিস্থিতি বিবেচনায় বিএনপির দলীয় সংগীত কী হতে পারে এখন, সেটাই ভেবে দেখেছে রস+আলো—

বিএনপি সংগীত ১
আগে যদি জানতাম তবে ভোট ফিরে চাইতাম
এই জ্বালা আর প্রাণে সহে না
ও ভোট রে, কিসের তরে চলে গেলি তুই!
বলেছিলি তুই যে আমায়
আমি নাকি হেরে যাব
হেরে আমি ঠিকই কি যেতাম!
পোড়া মনে তোরই কথা
বারে বারে বেজে ওঠে
তবু তোকে আর জেতা হলো না রে
এই জ্বালা আর প্রাণে সহে না!
জানি না কেন যে আমায়
ধোঁকা দিয়ে চলে গেলি
ভুলেও কি মনে পড়ে না!
তোরই মতো কোনো দিনও
আমিও যে ধোঁকা দেব
তবু এই জ্বালা প্রাণে সইব না রে
এই জ্বালা আর প্রাণে সহে না!

লাকী আখান্দ্ ও ফেরদৌস ওয়াহিদের গাওয়া ‘আগে যদি জানতাম’ গানের কথা অবলম্বনে

বিএনপি সংগীত ২
নিঃস্ব করেছ আমায়
কী নিঠুর ছলনায়
ভোটহীনা এ হূদয় আমার
একাকী অসহায়!

পেয়ে হারানোর বেদনায়
পুড়ে চলেছি সারাক্ষণ
কেন তুমি মিছে কথায়
রুখেছিলে আমায় তখন?

ফিরিয়ে দাও আমার ভোট
তুমি ফিরিয়ে দাও
ফিরিয়ে দাও হারানো পাঁচ তারিখ
এভাবে ধোঁকা দিয়ো না!

আমার দলজুড়ে
শুধু তুমি ছিলে
যত ভোট ছিল দেশে
কেন মুছে দিলে?


মাইলসের ‘ফিরিয়ে দাও আমার প্রেম’ গান অবলম্বনে