Thank you for trying Sticky AMP!!

বিএসএমএমইউতে ১৩ ও ১৪ মে করোনা টেস্ট বন্ধ

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রোগীদের সুবিধার্থে ১৫ মে শনিবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড-১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব খোলা থাকবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্বিভাগ ও জরুরি বিভাগগুলো খোলা থাকবে। তবে ১৩ থেকে ১৫ মে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস ও কনভেনশন সেন্টারের ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।

অন্যদিকে, ১৩ থেকে ১৪ মে বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও করোনাভাইরাস শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসাব্যবস্থার কোনো ঘাটতি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ।