বিকাশ এখন ডিজিটাল লাইফস্টাইল: জুনাইদ আহ্‌মেদ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ
ছবি: সংগৃহীত

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ বলেছেন, বিকাশের আধুনিকতম কাস্টমাইজড ও পারসোনালাইজড সলিউশনস অনেক আর্কষণীয়। বিকাশ অ্যাপ একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, বিকাশ শুধু পার্ট অব ডিজিটাল লাইফস্টাইল নয়, একটা অনুপ্রেরণা ও উৎসাহের নাম। ডেটা প্রটেকশনের ক্ষেত্রে আন্তর্জাতিক সব মানদণ্ড অনুসরণ করে গ্রাহকের তথ্যনিরাপত্তা নিশ্চিত করেছে বিকাশ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে জুনাইদ আহ্‌মেদ এসব কথা বলেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।

অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, দেশে শুধু শহরের নাগরিকেরাই নন, ইউনিয়ন ও গ্রামের মানুষও ডিজিটাল জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছেন। মানুষের জীবনযাত্রায় ডিজিটাল প্রযুক্তি একটা ব্যাপক পরিবর্তন এনেছে।

২০৪১ সালের উন্নত বাংলাদেশে বিকাশ অ্যাপ সুপার অ্যাপে পরিণত হবে, এমন আশাবাদ রেখে জুনাইদ আহ্‌মেদ বলেন, আজ যেমন ফেসবুক শুধু কমিউনিকেশন অ্যাপ নয়, একটা এন্টারটেইনমেন্ট হাব। আমাজন যেমন শুধু ই–কর্মাস প্ল্যাটফর্ম নয়, এন্টারটেইনমেন্ট থেকে শুরু করে পুরো ‍লাইফস্টাইলের পার্ট। গুগল যেমন শুধু সার্চ ইঞ্জিন নয়, একটা এডুকেশন প্ল্যাটফর্ম। একইভাবে বিকাশ একটা সুপার প্ল্যাটফর্ম ও সুপার অ্যাপে পরিণত হবে।