Thank you for trying Sticky AMP!!

বিবৃতি দিয়ে জামায়াতের ভোট বর্জন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান আজ রোববার এক বিবৃতি দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। 


বিবৃতিতে বলা হয়, ‘ভোট কেন্দ্র দখল, ব্যাপক জাল ভোট প্রদান, ব্যালট ডাকাতি ও ভোটের আগের রাতেই দেশের অধিকাংশ স্থানে সরকারি দলের নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে রেখে নির্বাচনকে প্রহসনের নির্বাচনে পরিণত করেছে। তাই নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করার হলো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তফসিল ঘোষণার পর থেকেই জনগণের কাছে প্রতীয়মান হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের নির্দিষ্ট ছক ও নকশা অনুযায়ী সম্পন্ন হতে যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জোটের পক্ষ থেকে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাগিদ দেওয়া হয়। আন্তর্জাতিক মহল থেকেও নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে আহ্বান জানানো হয়। কিন্তু শুরু থেকেই একতরফা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নিয়ে সরকার, নির্বাচন কমিশন ও প্রশাসন সরকারি দলকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করছে।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর ২২ প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন। তাদের প্রত্যেকে নির্বাচন প্রত্যাখ্যান ও বয়কট করছেন বলে ওই বিবৃতিতে দাবি করা হয়। এ নির্বাচন বাতিল করে আবার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।