Thank you for trying Sticky AMP!!

বিশ্ব ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমা। ছবি: দীপু মালাকার

টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যোগ দেওয়া এক মুসল্লি আজ শনিবার ভোরে মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। মারা যাওয়া মুসল্লির নাম আবুল হোসেন (৫৫)। তিনি ঢাকার কদমতলীর পাঁচেরবাগ এলাকার বাসিন্দা। এ নিয়ে চার দিনে বিশ্ব ইজতেমায় ছয়জন মুসল্লির মৃত্যু হয়েছে।


টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তায়ফুল হক জানান, আবুল হোসেনকে মৃত অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে নিয়ে আসে ইজতেমা কর্তৃপক্ষ।

বিশ্ব ইজতেমার মাসলেহাল জামাতের জিম্মাদার আদম আলী জানান, এর আগে গতকাল শুক্রবার ভোর পৌনে পাঁচটার দিকে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ফেনীর সফিকুর রহমান (৫৮), বেলা একটার দিকে সিরাজগঞ্জের আবদুর রহমান (৫৫), গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়ার সিরাজুল ইসলাম (৬৫), বৃহস্পতিবার দুপুরে নাটোরের মো. আলী (৫৫) এবং গত বুধবার রাত তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আবদুল জব্বর (৪০) মারা যান।

টঙ্গীর তুরাগতীরে গতকাল ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হন।

মাওলানা জোবায়ের অনুসারীদের পরিচালনায় দুই দিনের ইজতেমা পরিচালনা শেষে আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাঁদের পালা।

কাল রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সা’দ অনুসারীদের পরিচালনায় দুদিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের চার দিনের বিশ্ব ইজতেমা।