Thank you for trying Sticky AMP!!

বেড়েছে পরীক্ষা, বেড়েছে করোনা শনাক্ত, মৃত্যু ৫ জনের

প্রতীকী ছবি

করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল রোববারের চেয়ে আজ সোমবার আরও বেড়েছে। মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৮২ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী বলে শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এ সময় মারা গেছেন ৫ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮০৩। আর মৃত্যু বেড়ে হয়েছে ৩৯।

গতকাল আক্রান্ত শনাক্তের সংখ্যা ছিল ১৩৯, মৃত্যু হয় ৪ জনের।

আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান। তিনি বলেন, ইতিমধ্যেই কমিউনিটি সংক্রমণ হয়ে গেছে। এটি ছড়িয়ে পড়া বন্ধ করতে সবচেয়ে বড় অস্ত্র হলো ঘরে থাকা, ঘরে থাকা এবং ঘরে থাকা।

গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৫৭০ জনের। গতকাল পরীক্ষা হয় ১ হাজার ৩৪০ জনের।

আজ করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪২।