
ব্যাক আর্ট ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় বসেছে দ্বিতীয় আন্তর্জাতিক দ্বিবার্ষিক লাইভ আর্ট উপস্থাপনা। ‘ঐতিহ্য ও গল্পগাথার প্রদর্শনী’ শীর্ষক এ প্রদর্শনী ২১ জানুয়ারি শুরু হয়েছে।
এবারের প্রদর্শনীতে ২৫টি দেশের লাইভ আর্ট বা পারফরম্যান্স আর্টের শিল্পীরা অংশ নিচ্ছেন। আর বাংলাদেশি শিল্পী, শিল্প গবেষক ও লোকশিল্প গবেষকেরা তো রয়েছেনই। এবারের আয়োজনকে কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে কর্মশালা, সেমিনার, লাইভ আর্ট প্রদর্শনীসহ ঐতিহ্যবাহী লোকশিল্প প্রদর্শনী।
২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জয়নুল গ্যালারিতে শিল্পী সানজিদ মাহমুদ ও এমরান সোহেলের তত্ত্বাবধানে অরণী বিদ্যালয়ের শিক্ষার্থীদের পারফরম্যান্স শো দিয়ে শুরু হয় এবারের আয়োজন। এরপর থেকে চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের সহযোগিতায় জয়নুল গ্যালারিতে শুরু হয় লাইভ আর্ট বিষয়ক কর্মশালা। কর্মশালাটির পরিচালনায় রয়েছেন শিল্প গবেষক ও কিউরেটর মোস্তফা জামান, নাজিয়া আন্দালিব প্রিমা, জয়দেব রোজা, সৈয়দ মোহাম্মদ জাকির, শুভ ও সাহা, আলবা সোতো (স্পেন), সঞ্জয় চক্রবর্তী ও রোনাল্ড বল (নেদারল্যান্ডস)। এ কর্মশালা শেষ হবে আগামীকাল মঙ্গলবার। এই কর্মশালা চলাকালেই ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয় দুটি প্যানেল আলোচনা। প্যানেল আলোচক হিসেবে ছিলেন শিল্পী ও কিউরেটর ওয়াকিলুর রহমান, মোস্তফা জামান, নাজিয়া আন্দালিব প্রিমা, ইয়াসমিন জাহান নূপুর ও সঞ্জয় চক্রবর্তী।
আয়োজকেরা জানান, ২৫ দিনব্যাপী এবারের আয়োজন নিয়ে তাঁরা খুব আশাবাদী। আয়োজনে শিল্পকর্ম প্রদর্শনী থেকে শুরু করে শিল্প নিয়ে আলোচনা ও সাধারণ মানুষের সঙ্গে সংযোগের বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রদর্শনীটি শুরু হবে ৩১ জানুয়ারি জয়নুল গ্যালারিতে। প্রদর্শনীর উদ্বোধন হবে একই দিনে চারুকলা অনুষদের বকুলতলায়। এই প্রদর্শনী চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ছাড়া ‘আরবান আওয়ারস’ শীর্ষক আরেকটি প্রদর্শনী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধানমন্ডির এজ গ্যালারিতে। থাকছে ১-৬ ফেব্রুয়ারি ছয় দিনব্যাপী লাইভ আর্ট প্রদর্শনী। এর মধ্যে প্রথম পাঁচ দিন কনটেম্পোর্যারি আর্ট প্রেজেন্টেশনে অংশ নেবেন বাংলাদেশ, ব্রাজিল, চীন, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হংকং, হাঙ্গেরি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, নেপাল, নেদারল্যান্ডস, নরওয়ে, পাকিস্তান, পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভিয়েতনামের শিল্পীরা। আর ৬ ফেব্রুয়ারি শাহবাগের ছবির হাটে থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাপ খেলা, পটের গান, বেহুলার ভাসান, পুতুল নাচ ও সার্কাসের প্রদর্শনী।
দ্বিতীয় আরেকটি কর্মশালার আয়োজন থাকছে ধানমন্ডির গ্যোটে ইনস্টিটিউটে। ৮-১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এ কর্মশালাটি পরিচালনা করবেন জার্মান শিল্পী উলফ আমিন্ডে। লাইভ আর্ট শোয়ের সমাপ্তি টানা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইন্টারঅ্যাকটিভ আর্ট অ্যাকটিভিটিজের মধ্য দিয়ে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে সর্বসাধারণের সঙ্গে এ শিল্প-সংযোগ।