Thank you for trying Sticky AMP!!

বড়শিতে আটকাল কত্ত বড় বাঘাইড়

আত্রাই নদে বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বাঘাইড়। মাছটি স্থানীয় বাজারে বিক্রি হয়। ছবি: আনিসুর রহমান

আত্রাই নদে বড়শিতে ধরা পড়েছে ২০ কেজি ওজনের বাঘাইড়। এত বড় মাছ স্থানীয় বাজারে ওঠায় উৎসুক মানুষের ভিড় জমে যায়। মাছটি কেনার জন্য একক ক্রেতা ছিলেন না। পরে চার ব্যক্তি ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে ভাগ করে নেন। আজ শনিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার বিলদহর বাজারে মাছটি এনেছিলেন রিপন হোসেন (৩০) নামের এক যুবক। তাঁর বাড়িও বিলদহর বাজারসংলগ্ন।

রিপন জানায়, পেশাদার মাছ ব্যবসায়ী নন তিনি। শখের বশে গতকাল শুক্রবার রাতে বাড়িসংলগ্ন আত্রাই নদে হুইল বড়শি ফেলেছিলেন। সকালে বড়শি তুলতে গিয়ে ভারী কিছু অনুভব করেন। ঘণ্টা খানেক পর বড়শিতে আটকে থাকা মাছটি দেখে উৎফুল্ল হন রিপন হোসেন। তাঁর ডাকাডাকিতে জড়ো হন প্রতিবেশীরা। পরে মাছটি বিক্রির জন্য বিলদহর বাজারে নিয়ে যান তিনি।

বিলদহর বাজারের মুরগি ব্যবসায়ী ওসমান গণি (৫৫) বলেন, ছোটবেলায় এমন অনেক মাছ দেখেছেন তিনি। বর্তমানে মাছের আকাল চলছে। চলনবিল ও নদীতে মাছ তেমন নেই। হঠাৎ করেই বাজারে ২০ কেজি ওজনের বাঘাইড় মাছ দেখে লোভ সামলাতে পারেননি। কেনার সামর্থ্য না থাকলেও হাতে নিয়ে পরম তৃপ্তি পেয়েছেন।

মৎস্য কর্মকর্তা এ কে এম আবদুল হালিম বলেন, হয়তো ভরা বর্ষায় যমুনা নদী থেকে চলে এসেছিল। এখন নদীতে পানি কমে যাওয়ায় যমুনায় আর ফিরে যেতে পারেনি। খাবারের লোভে বড়শিতে আটকে গিয়েছিল মাছটি।