Thank you for trying Sticky AMP!!

ভাঙনের কবলে বাঙ্গালী নদী

>বগুড়ার বাঙ্গালী নদীতে দেখা দিয়েছে সর্বনাশা ভাঙনের ঢেউ। হুমকিতে পড়েছে গ্রাম, সেতু, ফসলি জমি। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এলাকাবাসী বলছেন, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে বিলীন হয়ে যাবে গ্রাম ও জনজীবন।
নদীর কিনারায় বসে নিজের ভেঙে যাওয়া বাড়ি দেখাচ্ছেন কৃষক আনছার আলী।
ড্রেজার মেশিনে বালু তোলায় বাঙ্গালী সেতু হুমকিতে পড়েছে। একদিকে সেতু, অন্যদিকে হিন্দুকান্দিপাড়া ও চরগোসাঁইবাড়ি গ্রামে ভাঙন দেখা দিয়েছে।
নদীর ভাঙনের কবলে পড়েছে ছাইহাটা গ্রাম।
ভাঙনকবলিত গাছগাছালিতে শিশুদের খেলা।
নদীভাঙনের কবলে পড়েছে চরগোসাঁইবাড়ি গ্রাম।
ভাঙনের কবলে পড়েছে কাটাখালী গ্রামের ফসলি জমি।
নদী কেড়ে নিচ্ছে স্থানীয় লোকজনের সহায়–সম্বল।
এলাকাবাসী বলছেন, ভাঙন থামানোর চেষ্টা করা হলেও যথাযথ হয়নি।