Thank you for trying Sticky AMP!!

ভাঙ্গায় আগুনে পুড়ল ২৫টি দোকান

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় গত মঙ্গলবার রাতে আগুন লেগে ২৫টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

পুখুরিয়া বাসস্ট্যান্ড বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. লিটু মাতুব্বর বলেন, আগুনে ছোট-বড় ২৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে পুখুরিয়ায় পুখুরিয়া-সদরপুর আঞ্চলিক সড়কের ডান দিকে তালুকদার মার্কেট এবং বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় কয়েকটি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে তালুকদার মার্কেটের সাতটি দোকানসহ মুদি, ওষুধ, পোশাক, প্রসাধনী, সাইকেল-রিকশার গ্যারেজসহ বাসস্ট্যান্ড এলাকার ২৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ও ভাঙ্গার দুটি এবং গোপালগঞ্জের মুকসুদপুরের একটি ইউনিটসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় রাত একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।