Thank you for trying Sticky AMP!!

মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ট্রাকমালিক নেতা বললেন ধর্মঘট চলবে

ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের নেতা আবদুল মোতালেব

ডিজেলের বর্ধিত দাম প্রত্যাহার অথবা পরিবহনের ভাড়া বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশন। আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে ফেডারেশনের নেতারা এসব কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী ফেডারেশনের নেতাদের বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্তের জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ট্রাক শ্রমিক-মালিক ফেডারেশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব সাংবাদিকদের জানান, ধর্মঘট চলবে, দাবি মানা হলেই কেবল ধর্মঘট প্রত্যাহার করা হবে। তিনি বলেন, হয় বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে, নয়তো ভাড়া বাড়াতে হবে। দুটির একটি না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।

আবদুল মোতালেব বলেন, তাঁরা ধর্মঘট অব্যাহত রাখতে চান না। তাঁরা চান আলোচনার মাধ্যমে একটা সমাধান হোক। সরকার যদি দাবিদাওয়া মেনে নেয়, মালিকদের কথা শোনে, তাহলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।