Thank you for trying Sticky AMP!!

মাউশির ডিজি মারা গেছেন

অধ্যাপক মাহাবুবুর রহমান

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক মাহাবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মুহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে অধ্যাপক মাহাবুবুর রহমান ইন্তেকাল করেন। অসুস্থ অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় ঢাকায় আসার কথা রয়েছে।

অধ্যাপক মাহাবুবুরের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলায়। বিসিএস ১৯৮৫ ব্যাচের এই কর্মকর্তা চাকরিতে যোগ দেন ১৯৮৮ সালে। এর আগে তিনি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি শিক্ষা ক্যাডারের সর্বোচ্চ পদ মাউশির ডিজি হন।

মাউশির ডিজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাউশি পরিবারের পক্ষ থেকেও শোক জানানো হয়েছে।