Thank you for trying Sticky AMP!!

রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল পাস

জাতীয় সংসদে আজ বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো বিল ২০১৫ পাস হয়েছে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের জনমত যাচাই ও সংশোধনীর প্রস্তাব নাকচ হয়।

আইনটি ১৯৭৭ সালে সামরিক শাসন আমলে অধ্যাদেশ আকারে জারি হয়েছিল। আদালতের নির্দেশে অধ্যাদেশকে আইনে পরিণত করার বাধ্যবাধকতা থেকে বিলটি সংসদে উত্থাপন করা হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বাণিজ্য মন্ত্রী বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পঞ্চম সংশোধনী বিলুপ্তির ফলে ১৯৭৫ সালের ২৪ আগস্ট থেকে ১৯৭৯ সালের ৯ এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে সামরিক ফরমান দ্বারা জারি করা অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পায়। এ কারণে বিলটিকে আইনে পরিণত করতে তা সংসদে উত্থাপন করা হয়।