Thank you for trying Sticky AMP!!

রেলের সেতুতে বাঁশ

>সিলেট থেকে চট্টগ্রাম ও ঢাকার রেলপথে বিভিন্ন স্থানে সেতুর অবস্থা জরাজীর্ণ। অনেক স্থানে স্লিপারের নাটবল্টু নেই। তেমনই একটি রেলসেতু রয়েছে সিলেটর দক্ষিণ সুরমার নৈখাই এলাকার বড়ভাগা খালের ওপর। এখানে কাঠের স্লিপারগুলো বেহাল অবস্থা। খসে পড়েছে স্লিপারের কাঠ। আর স্লিপারগুলো শক্ত রাখতে স্টিলের পাতের বদলে লাগানো হয়েছে বাঁশের ফালি! এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলছে সিলেট থেকে সারা দেশের রেল যোগাযোগ।
একটি রেলসেতু রয়েছে সিলেটর দক্ষিণ সুরমার নৈখাই এলাকার বড়ভাগা খালের ওপর
খসে পড়েছে স্লিপারের কাঠ
সিলেট থেকে চট্টগ্রাম-ঢাকা রেললাইনের বিভিন্ন এলাকার রেলসেতুগুলোর অবস্থা জরাজীর্ণ
অনেক স্থানে স্লিপারের নাটবল্টু নেই
খসে পড়েছে স্লিপারের কাঠ। স্টিলের পাতের বদলে লাগানো হয়েছে বাঁশের ফালি
বাঁশের ফালি লোহা ও কাঠের সঙ্গে পেরেক দিয়ে আটকানো রয়েছে
স্লিপারের অনেক অংশ খসে পড়েছে
রেলসেতুর বেহাল দশা