Thank you for trying Sticky AMP!!

লকডাউনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট, যুবদল কর্মী গ্রেপ্তার

হাতকড়া

বান্দরবানে করোনার সংক্রমণ রোধে দেওয়া লকডাউনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘অপপ্রচারের’ অভিযোগে আজ শনিবার যুবদলের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে জেলা শহরের স্টেডিয়াম এলাকার বাসা থেকে ওমর ফারুক ওরফে জিহাদ (৩০) নামের ওই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদে ফেসবুকে লকডাউন নিয়ে উসকানিমূলক প্রচারের কথা স্বীকার করেছেন।

বান্দরবান সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার বাদী এস এম আমিনুর রহমান বলেন, চলমান লকডাউনের বিরুদ্ধে কয়েক দিন ধরে ফেসবুকে পোস্ট ও ছবি ছেড়ে উসকানিমূলক অপপ্রচার চালিয়ে আসছেন ওমর ফারুক। জিজ্ঞাসাবাদে তিনিও বিষয়টি স্বীকার করেছেন।

ওমর ফারুককে যুবদলের কর্মী উল্লেখ করে বান্দরবান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন বলেন, সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার চলছে। এটি তারই অংশ।