Thank you for trying Sticky AMP!!

লেখক ও পাঠকের মিলনমেলা

>লেখক, পাঠক ও প্রকাশকের মিলনমেলায় পরিণত হয়েছে অষ্টম ‘ঢাকা লিট ফেস্ট’। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনের এই সাহিত্য উৎসব। ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তাঁর সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস, পুলিৎজার বিজয়ী লেখক এডাম জনসন, উৎসবের তিন পরিচালক কাজী আনিস আহমেদ, সাদাফ সায্ ও আহসান আকবার। ১৫ দেশের কয়েক শ শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক, গবেষক, অনুবাদক ও অভিনেতা এবারের আসরে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকেরা। ছবিগুলো বৃহস্পতিবারের।
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। ছবি: সাইফুল ইসলাম
নানা আয়োজন নিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণে চলবে এই উৎসব। ছবি: আবদুস সালাম
পাঠক সমাবেশের স্টলে ব্রিটিশ কথাসাহিত্যিক ও সাংবাদিক জেমস মিক। ছবি: আবদুস সালাম
বিভিন্ন স্টল ঘুরে পছন্দের বই খুঁজছেন বইপ্রেমীরা। ছবি: আবদুস সালাম
উৎসবে রয়েছে দেশি-বিদেশি প্রকাশনা সংস্থার স্টল। ছবি: আবদুস সালাম
লিট ফেস্টে অস্কার বিজয়ী অভিনেত্রী টিলডা সুইন্টন। ছবি: আবদুস সালাম
একটি বইয়ের স্টলে বই দেখছেন তরুণ পাঠকেরা। ছবি: আবদুস সালাম
পাঠকদের সঙ্গে কথা বলছেন পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক এডাম জনসন। ছবি: আবদুস সালাম
সাহিত্য উৎসবের দৃশ্য ক্যামেরাবন্দী করছেন কয়েকজন। ছবি: আবদুস সালাম
পছন্দের ইংরেজি উপন্যাস খুঁজছেন এক তরুণ। ছবি: আবদুস সালাম