ওলকপি মাঠ থেকে বাজারে

>ওলকপি সাভারের জগন্নাথপুর এলাকাসহ অনেক জায়গায় পরিচিত ‘বেলকপি’ নামে। শীতকালীন সবজি হিসেবে ওলকপির পুষ্টিগুণ অনেক। কেরানীগঞ্জ ও সাভার এলাকায় এবার এ সবজির ফলন ভালো হয়েছে বলে জানান কৃষক ও সবজি ব্যবসায়ীরা। কেরানীগঞ্জের সিরাজনগর, কলাতিয়া, জগন্নাথপুর আর সাভারের শ্যামপুর, ভাকুর্তা এলাকা ঘুরে দেখা যায়, কৃষিজমিতে ওলকপির বেশ ফলন হয়েছে। কৃষকেরা খেত থেকে ওলকপি তুলে পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন হাটে আর রাজধানীর বাজারগুলোয়। পাইকারি বাজারে ২০ থেকে ৩০ টাকা কেজি আর খুচরা বাজারে পাওয়া যায় ৫০ থেকে ৬০ টাকায়।
জগন্নাথপুর এলাকায় খেত থেকে ওলকপি তুলছেন কৃষিশ্রমিকেরা
জগন্নাথপুর এলাকায় খেত থেকে ওলকপি তুলছেন কৃষিশ্রমিকেরা
সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে ওলকপি
খেতে কর্মীরা দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরিতে কাজ করেন
ওলকপির ফলন ভালো হওয়ায় কৃষকেরা বেশ খুশি
শীতের শুরুতে অনেক জমিতেই এখনো বোনা হচ্ছে বীজ
আগাছা পরিষ্কার করছেন চাষিরা
পাইকারি ব্যবসায়ীদের জন্য কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে যায় কৃষকের ওলকপি