Thank you for trying Sticky AMP!!

শেখ হাসিনা বাংলাদেশে সুসময় এনেছেন: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

বাংলাদেশের এখন সুসময় যাচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘দুঃসময় থেকে বাংলাদেশকে সুসময়ে নিয়ে এসেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তাঁর অসীম সাহস আর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত। তিনি আপেল-আঙুর খাওয়া বাঙালি নন, তিনি আম-কাঁঠাল খাওয়া বাঙালি, দেশপ্রেমে বলীয়ান আপাদমস্তক একজন বাঙালি নেতা।’

সুনামগঞ্জ সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ এবং কলেজে নবনির্মিত ছাত্রীনিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এসব কথা বলেন। সরকারি কলেজ মিলনায়তনে আজ শনিবার দুপুরে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে এম এ মান্নান বলেন, ‘বাংলার মানুষের নেত্রী শেখ হাসিনার জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা নিতে হবে। কারণ, নতুন প্রজন্মই উন্নত বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই প্রকৃত মানুষ হিসেবে জ্ঞান-বিজ্ঞানে অগ্রসর হতে হবে।’ তিনি অনুষ্ঠানে কলেজের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

একসময় প্রশাসনে নিজের কাজ করার কথা উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘একসময় সকালের সভা বিকেলে করতে হয়েছে। কারণ চেয়ারপারসন আসেননি বা আসতে পারবেন না। চেয়ারপারসনের জন্য কর্মকর্তাদের বিকেল থেকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। কিন্তু সেই দিন আর নেই। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজের মানুষ। দিনরাত তিনি কাজ করেন। তাঁর কোনো ক্লান্তি নেই। ঠিক সময়ে সভা হবে, তিনি এক মিনিটও দেরি করেন না। আমরা তাঁর কাজ থেকে প্রতিদিন, প্রতি মুহূর্তে শিখছি।’

কলেজের অধ্যক্ষ নীলিমা চন্দর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ার। শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. মাজহারুল ইসলাম ও শিক্ষক সাব্বির আহমদ।

এর আগে সকালে মন্ত্রী সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এম এ মান্নান বলেন, ‘রোহিঙ্গা সংকট এখনো সংকটই আছে। তবে এই সংকট বেশি দিন থাকবে না। বৈশ্বিক চাপেই মিয়ানমার রোহিঙ্গাদের সসম্মানে তাদের নিজ দেশে, নিজ ভিটায় ফিরিয়ে নেবে। আমরা মানবিক ও সভ্য জাতি। মানবতার নেত্রী শেখ হাসিনা তাদের আশ্রয় দিয়েছেন। এখন তিনি তাদের তাড়িয়ে দিতে পারেন না।’
এখানে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, সাংবাদিক লতিফুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি শামস শামীম, সাধারণ সম্পাদক এ কে এম মহিম বক্তব্য দেন।
এরপর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী।