শ্রমিক অবরোধ, বাসে আগুন

>নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতন-ভাতার দাবিতে রাজধানীর উত্তরা এলাকা অবরুদ্ধ করেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল ১০টা থেকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা উত্তরার বিভিন্ন স্থানে সড়কে অবস্থান নিলে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়। এর মধ্যে দুপুরে বিমানবন্দর গোলচত্বরের সামনে এনা পরিবহনের একটি বাস ভাঙচুর ও তাতে আগুন দেন শ্রমিকেরা। পরে পুলিশ ও মালিকপক্ষের মধ্যস্থতায় বিক্ষোভে নামা পোশাকশ্রমিকদের পুলিশ সরিয়ে দিলে প্রায় ৫ ঘণ্টা পর সোমবার বেলা ৩টার দিকে বিমানবন্দর-আবদুল্লাহপুর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিমানবন্দর সড়কে তৃতীয় দিনের মতো বিক্ষোভে নামেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বিমানবন্দর সড়কে তৃতীয় দিনের মতো বিক্ষোভে নামেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা।
সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।
বেলা ১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের সামনের চত্বরসংলগ্ন রাস্তায় এনা পরিবহনের বাসটি ভাঙচুর করা হয়।
পরে বাসটিতে আগুন দেন শ্রমিকেরা।
এ সময় চরম ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে যাওয়া যাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকেরা মোটরসাইকেলের চালকদেরও বাধা দেন।
এ সময় বিমানবন্দর গোলচত্বরে স্কুলফেরত একটি বাস আটকে চালককে শাসান কয়েকজন পোশাকশ্রমিক। এতে গাড়িতে থাকা শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে।
যানবাহন না পেয়ে দীর্ঘ পথ হেঁটে যেতে হয় সাধারণ মানুষের।
এর ফলে ঢাকা-ময়মনসিংহ সড়কের এক পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
পুলিশ বেলা আড়াইটার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেয়।
বেলা তিনটার দিকে কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে সক্ষম হয় পুলিশ।