করোনায় বিধ্বস্ত শহুরে জীবনে শ্রাবণের আকাশে পাওয়া যাচ্ছে শরতের আভাস। সারা দিন নীল আকাশে সাদা মেঘের ছোটাছুটির পর সন্ধ্যার আগে ছিল নানা রঙের হাতছানি। ততক্ষণে শহরের বাতিগুলোও জ্বলতে শুরু করেছে। ছবিগুলো বুধবার রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তোলা।
সূর্য মামা ডুবছে।নগরীর নীল আকাশে সাদা মেঘের ভেলা।আকাশে উড়ছে পাখি।জ্বলে উঠেছে রাজধানীর বাতিগুলো।সূর্যাস্তের পর রাজধানীর আকাশ।