সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার ‘জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট’ থেকে গরিব চারটি পরিবারকে টিনের ঘর নির্মাণ সহায়তায় চার বান্ডিল ঢেউটিন দেওয়া হয়েছে। মোগলাবাজার ও দাউদপুরের গরিব দুই পরিবারের বিয়ের আনুষ্ঠানিকতার জন্য ৬০ হাজার টাকার নগদ অর্থসহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকালে ট্রাস্টের এই সহায়তা প্রদান অনুষ্ঠানে ট্রাস্টের ভাইস চেয়ারম্যান এনামুল কবির, উপদেষ্টা বাবুল মিয়া, দিলোয়ার হোসেন, নির্বাহী সদস্য সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক উপস্থিত ছিলেন।