Thank you for trying Sticky AMP!!

সাংবাদিক আমানুল্লাহ কবীর আইসিইউতে

আমানুল্লাহ কবীর ফাইল ছবি

জ্যেষ্ঠ সাংবাদিক আমানুল্লাহ কবীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। লিভার ও কিডনির জটিলতার কারণে গত বুধবার তাঁকে সেখানে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সম্পাদক আমানুল্লাহ কবীরের ছেলে সংবাদ প্রযোজক শাত-ইল-কবীর সোমবার রাতে প্রথম আলোকে বলেন, বাবা এখন এই হাসপাতালের আইসিইউতে আছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে শাত-ইল-কবীর জানান, তাঁর বাবা লিভার, কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন। কিছু খেতে পারছেন না। চিকিৎসকেরা বাবাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। সুস্থতা সাপেক্ষে বিদেশে নিয়ে যেতে হবে।

সাংবাদিক আমানুল্লাহ কবীর ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আমানুল্লাহ কবীর ছিলেন দৈনিক আমার দেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন আমানুল্লাহ কবীর।