Thank you for trying Sticky AMP!!

সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর আগাম জামিন

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

মতিউর রহমান চৌধুরী আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত  চার সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে আদালত তাঁকে সাইবার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

আদালতে মতিউর রহমান চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সঙ্গে ছিলেন আইনজীবী রিপন কুমার বড়ুয়া। পরে রিপন কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, আদালত দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে চার সপ্তাহের  আগাম জামিন দিয়েছেন।

যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া-কাণ্ড নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে ৯ মার্চ রাতে মামলা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ওই মামলা করেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ সাইফুজ্জামান শিখর।