Thank you for trying Sticky AMP!!

সাপাহারে নানা উদ্যাপনে মিনা দিবস পালিত

নওগাঁর সাপাহারে মিনা দিবস উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছিল। ছবি: গোলাপ খন্দকার

নওগাঁর সাপাহারে মিনা দিবস উদ্‌যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা

‘মনের মতো স্কুল পেলে, শিখব মোরা হেসে খেলে’-এ স্লোগাণকে ধারণ করে সাপাহার উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতার সেরাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

র‌্যালিতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, শিক্ষা অফিসার শহীদুল আলম, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, জয়পুর রাজ্যধর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম প্রমুখ অংশ নেন।