Thank you for trying Sticky AMP!!

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে

সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি

চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশে বিলুপ্তপ্রায় সাম্বার হরিণ পরিবারে নতুন অতিথি এসেছে। রোববার বিকেলে একটি শাবকের জন্ম দিয়েছে সাম্বার হরিণটি। এ নিয়ে এখন এ পরিবারের সদস্য সংখ্যা হলো ৬। মা হরিণ ও শাবকটি সুস্থ রয়েছে।  

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর শাহাদাত হোসেন বলেন, সাম্বার উপমহাদেশের সবচেয়ে বড় জাতের হরিণ। দেশে প্রায় বিলুপ্ত। এটির গর্ভধারণকাল ৭ থেকে ৮ মাস। প্রাপ্তবয়স্ক হয় তিন বছরে। বেঁচে থাকে ২০ থেকে ২৫ বছর। শাবক মায়ের দুধ পান করে ৬ মাস পর্যন্ত।

বর্তমানে চিড়িয়াখানায় ৬৬টি প্রজাতির ৬২০টি পশুপাখি আছে। বর্তমানে চট্টগ্রাম চিড়িয়াখানায় সাম্বার ছাড়া আরও দুই জাতের হরিণ রয়েছে। মায়া হরিণ রয়েছে চারটি এবং চিত্রা হরিণ আছে ২৭টি।