সিলেট বইমেলা

>পাঠক-ক্রেতা–লেখকদের পদচারণে জমে উঠেছে ‘সিলেট বইমেলা’। প্রথমা ও বেঙ্গল পাবলিকেশনস আয়োজিত ছয় দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে গত সোমবার। নগরের রিকাবীবাজারের জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বইমেলার ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন আনিস মাহমুদ
বইমেলায় থরে থরে সাজানো বই।
বইমেলায় থরে থরে সাজানো বই।
বই বাছাই করছেন ক্রেতারা।
কেনার আগে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছেন ক্রেতা।
বড়দের সঙ্গে ছোটরাও বই কেনায় আগ্রহী।
প্রবীণ ব্যক্তিরা খুঁজে দেখছেন ভালোলাগার বই।
‘একাত্তেরর চিঠি’ বইটি উৎসুক চোখে দেখছেন পাঠক।
বই সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এখন ক্রেতার জন্য অপেক্ষা।