সংক্ষেপ

সেলাই মেশিন বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ১০ জন আদিবাসী নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ‘সমাজের অবহেলিত নির্যাতিত দরিদ্র সংখ্যালঘু আদিবাসী নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় এ সেলাই মেশিন দেওয়া হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) অর্থায়নে অগ্রদূত বাংলাদেশ নামে স্থানীয় একটি বেসরকারি সংস্থা এ প্রকল্প বাস্তবায়ন করছে। অগ্রদূত সংস্থার সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস ও ইউএনও মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।