Thank you for trying Sticky AMP!!

স্ত্রীসহ ডিপিডিসি নির্বাহী পরিচালককে সম্পদ বিবরণীর নোটিশ

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক নির্বাহী পরিচালক ও তাঁর স্ত্রীর নামে ‘বিপুল পরিমাণ’ অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই ‘বিপুল’ পরিমাণ অবৈধ সম্পত্তির সন্ধান পেয়ে তাঁদের সম্পদের বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

রোববার দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা স্বাক্ষরিত নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাঁদের সম্পদ বিবরণী দাখিল করতে বলা হয়েছে। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক জানায়, তাদের প্রাথমিক অনুসন্ধানে ডিপিডিসির নির্বাহী পরিচালক প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকারের নামে রাজধানীতেই পাঁচটি বাড়ি, গাজীপুরে ৩০ একর জমি এবং তাঁর জন্মভূমি কুমিল্লাতে একরের পর একর জমির খোঁজ পাওয়া গেছে।

অন্যদিকে তাঁর স্ত্রী সালমা পারভীনের নামেও কুমিল্লাতে জমিজমা ছাড়াও পুঁজিবাজারে বড় অঙ্কের অর্থের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

গত বছরের শেষ দিকে রমিজ উদ্দিনের বিরুদ্ধে দুদকে অভিযোগ আসে। এরপর প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক মো. সহিদুর রহমান এ অভিযোগ অনুসন্ধান করছেন।