Thank you for trying Sticky AMP!!

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে বিমার চেক হস্তান্তর

সড়ক দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে বিমার চেক হস্তান্তর করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব। ১৩ জুন, কক্সবাজারে।

রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানে মিয়ানমার শরণার্থী ত্রাণ কার্যক্রম (এমআরআরও) প্রকল্প পরিচালনা করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)। এ প্রকল্পে প্রফেশনাল স্কিল্ড ওয়ার্কার পদে কর্মরত ছিলেন মিজানুর রহমান। গত ২১ এপ্রিল সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। সোসাইটির পক্ষ থেকে মিজানুরের পরিবারকে ২০ লাখ টাকার জীবন বিমার চেক হস্তান্তর করা হয়েছে।

গত রোববার কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বিডিআরসিএসের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহাব চেক হস্তান্তর করেন। প্রটেকটিভ ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে সোসাইটির কর্মীদের জীবন বিমা করা রয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিডিআরসিএসের ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, পর্ষদ সদস্য সালাহ উদ্দীন আহমেদ, সেক্রেটারি জেনারেল ফিরোজ সালাহ উদ্দীন, এআরআরওর হেড অব অপারেশন ও পরিচালক এম এ হালিম, ইকরাম এলাহী চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।