হবিগঞ্জে সাংবাদিক কামরুল হাসান ওরফে আলীম হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এইচ এম নিজামুল হক গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত ব্যক্তির চাচা আবদুল হান্নান চৌধুরী (৫৫), চাচি পিয়ারা বেগম (৪৫), চাচাতো ভাই শাহ আলম চৌধুরী (১৮), মকদ্দছ চৌধুরী (৩০) ও আজাদ চৌধুরী (২০)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দৈনিক দিনকাল-এর নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি কামরুল হাসানের সঙ্গে আবদুল হান্নানের জমিজমাসংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
২০০৬ সালের ৭ নভেম্বর সকালে কামরুল বাড়ির পাশে নলকূপে হাত-মুখ ধুতে গেলে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। পরের দিন গুরুতর আহত অবস্থায় কামরুল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সাফিয়া ইয়াসমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। �N����0%���র ৩৮৩ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের সময় ১৪ বিএসএফ ব্যাটালিয়নের বেলগাছি ক্যাম্পের সদস্যরা আবু হাসানকে আটক করে। হাসান বালিয়াডাঙ্গি উপজেলার লক্ষ্মীডাঙ্গি গ্রামের শাহেদ আলীর ছেলে। ঠাকুরগাঁও ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর জানান, এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফের সোনামতি ক্যাম্পের পরিদর্শক জানিয়েছেন, হাসানকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।