Thank you for trying Sticky AMP!!

হলে নকল দিতে গিয়ে ধরা, ২৫ হাজার টাকা দণ্ড

ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষার হলে নকল সরবরাহের দায়ে বিপ্লব হোসেন (২০) নামের এক যুবককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এ অর্থদণ্ড দেন।

বিপ্লব নলছিটি সদরের বাসিন্দা।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার জানান, আজ এসএসসি পরীক্ষা চলাকালে নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে কর্তব্যরত পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়েন ওই যুবক। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। আদালত যুবককে ২৫ হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে এক মাস কারাভোগের আদেশ দিয়েছেন। বর্তমানে বিপ্লব পুলিশের কাছে আটক আছেন।