Thank you for trying Sticky AMP!!

হিউম্যান লাইব্রেরির তৃতীয় আয়োজনে সংগ্রামী গল্প

হিউম্যান লাইব্রেরি ঢাকা-এর সদস্যরা

সমাজের সবার মধ্যে সহায়ক মনোভাব ও সহনশীলতা ফুটিয়ে তোলা তোলার উদ্যোগের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান লাইব্রেরি ঢাকা-এর তৃতীয় আয়োজন রোববার হয়ে গেল রাজধানীর বনানীতে।

অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধকতা জয়ী নারী ও পরিবারের সদস্যদের হাতে যৌন হয়রানির শিকার এক নারী, হুইলচেয়ারে এক ক্রিকেটার, রক্ষণশীল পরিবারের এক নারীর বেড়ে ওঠা, মাদকাসক্ত এক ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা, বাংলাদেশে এক বিদেশি শিক্ষার্থীর পড়াশোনা এবং পশুপ্রেমীসহ বেশ কয়েকজনের সংগ্রামী জীবনের গল্প ওঠে আসে।

হিউম্যান লাইব্রেরি-এর সদস্য মুশফিকুজ্জামান খান, উপমা রশীদ, রিফা তাসফিয়া খান, রাফসানুল হকসহ অন্য সদস্যরা এই অনুষ্ঠানের আয়োজন করেন।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, হিউম্যান লাইব্রেরি ধারণাটির কার্যক্রম ২০০০ সালে ডেনমার্কে শুরু করেন রনি অ্যাবারজেল, ড্যানি, আসমা মউনা ও ক্রিসটোফার এরিকসেন নামে কয়েকজন। উদ্যোগটির প্রাথমিক লক্ষ্য ছিল তরুণদের সহিংসতা হ্রাস করা। তবে ২০১৭ সালের জুলাই মাসে ঢাকায় শুরু হওয়া হিউম্যান লাইব্রেরির মূল লক্ষ্য হচ্ছে সমাজের সবার মধ্যে সহায়ক মনোভাব ও সহনশীলতা ফুটিয়ে তোলা।