Thank you for trying Sticky AMP!!

হেফাজত নেতা নূরানীর বিরুদ্ধে পল্টন থানায় মামলা

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য মুফতি নূর হোসাইন নূরানী

হেফাজতে ইসলামের নেতা মুফতি নূর হোসাইন নূরানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গত রোববার কাজী আল জাহিদ নামের এক ব্যক্তি বাদী হয়ে নূর হোসাইনের বিরুদ্ধে পল্টন থানায় এই মামলা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়েছে।
মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

মামলার এজাহারে বলা হয়েছে, ৭ মে বাদী জাহিদ তাঁর মুঠোফোনে একটি ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন। প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে নানা ধরনের বক্তব্য দেন মুফতি নূর হোসাইন।

Also Read: মুন্সিগঞ্জে হেফাজত নেতা নূর হোসাইন গ্রেপ্তার

পুলিশের মতিঝিল বিভাগের একজন কর্মকর্তা বলেন, ‘নূর হোসাইন ইতিপূর্বে মুন্সিগঞ্জের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন। তিনি এখন কারাগারে।’ পল্টন থানায় করা মামলাটি তদন্তের জন্য ডিবিতে স্থানান্তর করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় উসকানিদাতা হিসেবে গত এপ্রিল মাসে তাঁকে গ্রেপ্তার করা হয়।