Thank you for trying Sticky AMP!!

১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন প্রবাসীরা

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন

কোনো ধরনের বাধা ছাড়াই আগামী ১ অক্টোবর থেকে ওমানে যেতে পারবেন করোনার কারণে দীর্ঘদিন ধরে দেশে আটকে থাকা প্রবাসীরা। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে একটু আগে আরেকটা গুড নিউজ পেলাম। ওমানের আমাদের যাঁরা এখানে আটকা পড়েছেন, তাঁরা নিশ্চিন্তে যেতে পারবেন। ওমান সরকার আমাদের জানিয়েছে, যত বাংলাদেশি এখানে আটকে পড়েছেন, যাঁরা ওমানে যেতে চান, তাঁরা কোনো বাধা ছাড়াই যেতে পারবেন। আগামী ১ অক্টোবর থেকেই যেতে পারবেন।’

তবে ওমান যেতে হলে বৈধ ওমানি রেসিডেন্ট আইডি, বৈধ পাসপোর্ট, কোভিড–১৯ পিসিআর টেস্ট ও ওমানে পৌঁছার পর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে এ কে আব্দুল মোমেন বলেন, ‘যেকোনো এয়ারলাইনস, যেটাই ওমানে যায়, সেটা দিয়েই (প্রবাসীরা) যেতে পারবেন।’

আগের দিন বুধবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ভিসা ও আকামা (কাজের অনুমতি) সমস্যা সমাধানের পাশাপাশি বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় খুব শিগগির আটকা পড়া বাংলাদেশি শ্রমিকেরা তাঁদের কর্মস্থল সৌদি আরবে ফিরে যেতে পারবেন।

ওই দিন সন্ধ্যায় এ কে আব্দুল মোমেন ইউএনবিকে বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে, যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।

বাংলাদেশ সরকারও সৌদির সব এয়ারলাইনসকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেওয়ার অনুমতি দিয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এ কে আব্দুল মোমেন বলেন, যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যাঁরা তাঁদের কর্মস্থলে ফিরতে চান, সৌদি সরকার তাঁদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।

কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়েছে; এমন না যে সবার ভিসার মেয়াদ শেষ।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। তবে দূতাবাস আকামা দেয় না। নিয়োগকর্তা দেয়।